জন্মভূমি রিপোর্ট : শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেল তিনটায় জলমা চক্রখালী সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় রাজদ্বীপ আবাসন প্রকল্প ফুটবল একাদশ মোহামেডান ফুটবল একাদশকে ২-০ গোলে পরজিত করে বিজয়ের মালা ছিনিয়ে নেয়।
খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় রাজদ্বীপ আবাসন ফুটবল একাদশের খেলোয়াড় রাজু আহমেদ প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। তার তিন মিনিটের মাথায় রাজু দ্বিতীয় গোল করে বিজয়ের মালা ছিনিয়ে নিতে সক্ষম হয়। খেলায় শ্রেষ্ট গোল দাতার গৌরব অর্জন করেন রাজু আহমেদ। ম্যান অবদ্যা ম্যাচ হয় অচিন্ত কুমার ও শ্রেষ্ঠ গোল কিপারের মর্যাদা লাভ করেন খালিদ হোসেন।
স্মরণকালের দর্শক সমাগমের মধ্যদিয়ে বটিয়াঘাট উপজেলার জলমা চক্রাখালী স্কুল মাঠে টুর্নামেন্ট উপহার দিতে আয়োজকরা সক্ষম হয়। নারী-পূরুষের সমাগমে গোটা মাঠের চারিপাশ ছিল কানায়-কানায় পরিপূর্ণ। সুন্দর পরিবেশের মধ্যদিয়ে খেলা উপভোগ করতে পারায় দর্শক, অতিথিসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি পেষার মানুষ উল্লাস প্রকাশ করেন।
শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস এমপি। সংসদের আহবায়ক, যুবলীগ নেতা বিকাশ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মাদ রায়হান ফরিদ। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র মাহফুজুর রহমান সোহাগ, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, জলমা ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র রায়, বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ^াস রিটু। সঞ্চালনায় ছিলেন, সংসদের যুগ্ম আহবায়ক মিরাজ তালুকদার।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার তালিকভুক্ত রেফারি পার্থপ্রতিম মন্ডল। ধারাভাষ্যে ছিলেন, খালিদ হাসান রিপন, দিলিপ বর্মণ ও শহীদুল ইসলাম।