জন্মভূমি ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় থ্রি-হুইলার উল্টে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
নিহত দুই পুলিশ সদস্য হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন- একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াই চিং মারমা। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি মাহেন্দ্র করে ওই পাঁচ পুলিশ সদস্য ফরিদপুরে আসছিলেন। মাহেন্দ্রটি পুখুরিয়া বাসস্ট্যান্ডে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুই পুলিশ সদস্যের লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।