ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির এক জরুরি সভা বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, কাজী আশরাফ হোসেন আশু, কাজী জাফর উদ্দিন, মোঃ আসলাম খান, এস এম মোস্তাফিজুর রহমান, এস মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার, সরদার মনিরুল ইসলাম, ডা. তৌহিদুল ইসলাম, মোঃ শাহীন আলম, ফারহানা ইয়াসমিন, সেলিনা খাতুন, প্রমুখ। সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং থানার অফিসার ইনচার্জকে জোর তদারকীর নির্দেশনা প্রদান করা হয়।