ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান নান্নু’র মাতা নুরজাহান বেগম (৮০) গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দামোদর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। শনিবার বেলা ১১টায় উপজেলার ফাতেমা আমেনা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে ডাবুরমাঠ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন ফিরোজ আহম্মেদ ভূঁইয়া, এ্যাড. কাজী তারিক হাসান মিন্টু, বিলকিস আক্তার ধারা, কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, মোঃ আসলাম খান, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, গাওসুল আজম হাদী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ মনিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোশাররফ হোসেন মোড়ল, মনির হাসান টিটো, হাসনাত রিজভী মার্শাল, হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ইসমাইল হোসেন বাবলু, আঃ রশিদ জমাদ্দার, এসকে আলী ইয়াসিন, নেতা আশরাফুল আলম কচি, এসকে মিজানুর রহমান, ইকতিয়ার উদ্দিন সুমন, মাহাবুব আলম মিঠু প্রমুখ।