ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নুর আহম্মেদ বকুল বলেছেন, বিশ্বব্যাপী যুদ্ধ, বৈষম্য, দারিদ্র্য ক্রমবর্ধমান। পূজিবাদী অর্থব্যবস্থার নয়া উদারতাবাদী দর্শন মানুষের মধ্যে বিচ্ছিন্নতা এনে দিয়েছে করে ফেলছে আত্মসর্বস্ব ও আত্ম কেন্দ্রিক। স্বার্থপরতার সংস্কৃতি গড়ে উঠছে। সাথে সাথে সাম্রাজ্যবাদী শক্তির আক্রমনও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে কালো টাকার প্রভাব, সর্বগ্রাসী দূর্নীতি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রভাব বৃদ্ধির মত ঘটনা অব্যাহত রয়েছে। এ সকল অপশক্তি এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মেহনতী জনগনের ঐক্যবদ্ধ লড়াই এখন খুবই জরুরী। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সমাজ বদলের অঙ্গীকার নিয়ে জনগনের মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করছে। পার্টির প্রতিটি কর্মীকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ থাকতে হবে। জনগনের সঙ্গে থেকে, প্রকৃত শিক্ষা নিয়ে জনগনের লড়াইয়ে থেকেই আমাদের চেতনাকে প্রতিদিন শানিত করাই হবে প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার প্রকৃত জীবন দর্শন। বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সাবেক সদস্য, পার্টির খুলনা জেলা সভাপতি, কিংবদন্তি শ্রমিক নেতা প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৪ টায় ফুলতলা বাজার বাসস্ট্যান্ড স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত স্বরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলু’র পরিচালনায় স্বরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির খুলনা জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, প্রবিণ শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড তৌহিদুর রহমান। বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক কমরেড ফারুকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা কমরেড মফিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা আঃ মজিদ মোল্যা, শেখ রেজায়ান হোসেন রাজা, শাহাবুদ্দিন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম প্রমুখ।
ফুলতলায় ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নুর আহম্মেদ বকুল
Leave a comment