জন্মভূমি রিপোর্ট : ফুলতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে খাজানা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনীম জাহান ফুলতলা বাজারের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ওই হোটেলকে জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে ফুলতলা বাজারের খাজানা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশেনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন। এ ছাড়া ওই হোটেল মালিক ২০ দিনের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করার শর্তে মুচলেকা দেন।
ফুলতলায় খাজানা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে জরিমানা
Leave a comment