ফুলতলা প্রতিনিধি : ফুলতলা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল বুধবার বেলা ১২ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি ও বণিক কল্যাণ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসনিম আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান প্রমুখ।