
ফুলতলা প্রতিনিধি : জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে সোমবার বেলা ১১টায় এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, ডা. হাসিবুর রহমান, ডা. তৌহিদুল ইসলাম, ডা. তানভীর রহমান, মো: শাহ আলম, রথীন্দ্রনাথ বৈদ্য প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি সপ্তাহব্যাপী চলমান থাকবে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম কর্মসূচি।