ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার জামিরা শাখার উত্তম সরকার নামের এক বহিষ্কৃত কৃষি ব্যাংক কর্মকর্তা প্রধানমন্ত্রী, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা অতঃপর গ্রেফতার। থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, প্রধানমন্ত্রী, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে জামিরা শাখার বহিষ্কৃত কৃষি ব্যাংক কর্মকর্তা উত্তম সরকারের নামে থানায় মামলা (নং- ০২, তারিখ- ০৩/০২/২০২১ ইং) দায়ের করা হয়। বুধবার তাকে দৌলতপুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে দৌলতপুর আরমান খান রোডের মৃত মনোরঞ্জন সরকারের পুত্র।