ফুলতলা প্রতিনিধি
যশোর খুলনা মহাসড়কে আবারও সড়ক দূর্ঘটনায় মারা গেলেন গৃহবধূ কবিতা বেগম সাথী (২৯)। বুধবার দুপুর দেড়টায় যশোর খুলনা মহাসড়কে এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সম্মুখে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন চৌধুরী জানান, গতকাল দুপুরে ফুলতলার এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া খুলনাগামী ট্রাক (খুলনা মেট্রো ট ১১-৪৬৯৬) সাথীকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। সে দামোদর গ্রামের আশরাফুল মল্লিকের স্ত্রী। পুলিশ ট্রাকসহ চালক শুকুর আলীকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা ও লাশ দাফনের প্রস্তুতি চলছিল।