ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ রশিদ সরদার (৭৫) গতকাল হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না……….রাজেউন)। জোহর বাদ আলকা আল আমিন জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। নামাজে জানাজা ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, মোঃ হাফিজুর রহমান সরদার, ডাঃ শফিউদ্দিন মোল্যা, মোঃ ইব্রাহিম মোল্যা, মোঃ শাহাজান মোল্যা, ডা. ফারজান, মোঃ আলিম বিশ্বাসসহ ফুলতলা বাজারের ব্যবসায়ীবৃন্দ।