জন্মভূমি ডেস্ক : বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মো. নাজমুল হুদাকে (৭২) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। র্যাব-১২ ও র্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত ১১টায় র্যাব-১২-এর কোম্পানি কমান্ডারের কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিপিসি-৩-এর স্কোয়াড কমান্ডার মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টায় বগুড়া সদর থানা এলাকা থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধোপরাধী মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।
নাজমুল হুদা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম গ্রামের বাসিন্দা। তবে সাজাপ্রাপ্ত হওয়ার আগে তিনি গাজীপুরের টঙ্গীতে বসবাস করতেন। সাজা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।