বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে বর্ধিত সভা করেছে সদর থানা আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে থানা সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। উপস্থিত ছিলেন এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. মফিদুল ইসলাম টুটুল, অধ্যক্ষ রুনু ইকবাল, এস এম আকিল উদ্দিন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মো. সফিকুর রহমান পলাশ, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, এমরানুল হক বাবু, শেখ এশারুল হক, আতাউর রহমান রাজু, ফয়েজুল ইসলাম টিটোসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ মার্চ রাত ৯টায় দলীয় কার্যালয়ে কেককাটা, ২০ মার্চ বিকাল সাড়ে ৩টায় পিকচার প্যালেস মোড়ে সমাবেশ, ২৫ মার্চ সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন করার সিদ্ধান্ত হয়।