জন্মভূমি রিপোর্ট
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর নাম ঘাতকের দল মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। আজকে বিশ্বব্যাপী সে নাম সমাদৃত। একাত্তরের জয় বাংলা শ্লোগান আবার ফিরে এসেছে।
রোববার বিকালে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর যুব মহিলা লীগের আয়োজনে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর যুব লীগের আহŸায়ক এড. রাবেয়া ওয়ালী করবীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আইরিন চৌধুরী নীপার সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী চিশতী মোস্তারী বানু, এড. হালিমা খাতুন শিউলি, নাজনীন নাহার বিউটি, নাসরিন ইসলাম তন্দ্রা, কাকলী নাহার, রেহেনা পারভীন, রেশমা আক্তার, রেহেনা মোর্তজা লিপি, রওশন আরা রীমা, শায়লা ইসলাম রুমা, মাহাবুবা সুমি, সামিরা সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বঙ্গবন্ধুর নাম ঘাতকের দল মুছে ফেলতে চেয়েছিল : বাবুল রানা
Leave a comment