জন্মভূমি রিপোর্ট
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে চার নেতা মহান মুক্তিযুদ্ধ পরিচালিত করেন। তারা অত্যন্ত আস্থা ও দক্ষতার সাথে মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটান। তারা একদিকে মুক্তিযুদ্ধ অন্যদিকে বর্হিবিশ্বের সমর্থন আদায়ও ছিলো তাদের অনবদ্য অবদান। তারা বঙ্গবন্ধুর নির্দেশে সকল লোভ লালসার উর্ধ্বে থেকে দেশ স্বাধীন করেছিলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা পরে চার নেতাকে খুনি মোস্তাক মন্ত্রীত্বের প্রস্তাব দিয়েছিলো কিন্তু তারা ঘৃণাভরে প্রত্যাখান করেছিলেন। বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময়ে বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মো: জাহাঙ্গীর হোসেন খান, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব হোসেন, শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল।
মহানগর দপ্তর সম্পাদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় উপস্থিত ছিলেন মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, মো: আশরাফুল ইসলাম, আবুল কালাম আজাদ কামাল, এড. খন্দকার মজিবর রহমান, শেখ মো: আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো: শাহজাদা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সরকারি আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ খ ম জাকারিয়া ও হাফেজ আব্দুর রহীম খান। এর আগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতি মাল্যদান করা হয়। দিনব্যাপী কুরআন খানি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর নির্দেশে চার নেতা মহান মুক্তিযুদ্ধ পরিচালিত করেন : সিটি মেয়র
Leave a comment