সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবর্বিাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় সুরা ফাতিহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে। সোমবার সকালে সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ, দুই উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলে যান। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় পবিত্র সুরা ফাতিহা পাঠ, দোয়া সহ বিশেষ মোনাজাতে অংশ নেন ফিরোজ আহমেদ স্বপন এমপি।
উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, আলিমুর রহমান, সাজেদুর রহমান মজনু চৌধুরী, সুরাইয়া ইসমিন রত্না, কাজী মারুফ, মীর জাকির হোসেন, রাজিব হোসেন রাজু, মো: মোজাফ্ফর রহমান, ইকবাল হোসেন, শাহ আলম টিটু, মীর মহাসিন আলী, মাহফুজুর রহমান মধু, মো: আনোয়ারুল ইসলাম, আবুল কালাম, গোপাল ঘোষ, কাজী তবিবুর রহমান, সরদার মামুন, স্বজল নন্দী, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, মো: সিরাজুল ইসলাম, মো: রবিউল ইসলাম মুক্তি, রফিকুল ইসলাম, চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, মো: রফিকুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেব নাথ, আব্দুল হান্নান, স ম আক্তারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন তাজ, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, ইউপি রবিউল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, মতিয়ার রহমান, আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুল হাই, ডা. শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, সমীর দাশ, শরিফুল ইসলাম, আব্দুর রব পলাশ, আসাদুজ্জামান আসাদ, মশিউল আলম সুমন প্রমুখ।