বিজ্ঞপ্তি : ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জানুয়ারি সকাল ৭টায় জেলার আওতাধীন সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা। সভাপতিত্ব করবেন জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা কর্মসূচিতে অংশগ্রহণ এবং জেলার আওতাধীন প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে অনুরূপ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।