জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটায় চেতনানাশক স্প্রে করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়া এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এ ঘটনা ঘটছে। শুক্রবার রাতে আন্ধারিয়া গ্রামের অমিতোষ মল্লিককের বাড়িতে দুর্বৃত্তরা বারান্দার গ্রীলের বাইরে থেকে চেতনানাশক স্প্রে করে। বারান্দায় ঘুমিয়ে থাকা দিনেশ মন্ডল, দেবেশ মন্ডল ও ঘরে থাকা উর্মিলা বিশ্বাস অচেতন হয়ে পড়েন। অমিতোষ মল্লিকের পুত্রবধূ টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মাত্র দেড় মাস আগে অমিতোষ মল্লিককে সোনালী ব্যাংক চত্বরে স্প্রে করে অজ্ঞানের পর পকেটে থাকা ২ শত টাকা নিয়ে যায়। এছাড়া গত ৮ জানুয়ারী রাতে বটিয়াঘাটার জলমা ইউনিয়নে মল্লিকের মোড় এলাকার সাংবাদিক ইদ্রজিত টিকাদারের বাড়ীতে রাতের খাবারে চেতনা নাশক মিশিয়ে রাখলে তিনি ও তার স্ত্রী খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। দুর্বৃত্তরা নগদ ৫৭ হাজার টাকা, সোনার গহনাসহ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এছাড়া সম্প্রতি কৈয়া বাজার এলাকায় চেতনানাশক প্রয়োগে ধর্ষণ করার ঘটনা ঘটেছে।