
জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটা উপজেলার বলাবুনিয়া গ্রামের শিবপদ সরদার(৪৩) নামে এক ব্যক্তির গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃতঃ তারক সরদারের পুত্র। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, শিবপদ সরদার গতপরশু শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই রাতে সে গোপনে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাড়ির কিছু দূরে একটি গাছের সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। পরদিন রবিবার ভোর ৬টার দিকে প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।