দুই শিশু সন্তানকে নিয়ে বাবা পথে পথে ঘুরছে
জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া এলাকায় ২ পুত্র সন্তানের জননীর পরকিয়ার জের ধরে প্রথম স্বামীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে মালামাল লুঠ ও বসতঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে। ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করেছে থানা পুলিশ। ধৃতরা হলেন ওই এলাকার সরোয়ার শেখের কন্যা মমতাজ বেগম(২৬), পুত্র জুয়েল শেখ(২০) ও সাদেক শেখের পুত্র সরোয়ার শেখ। এ ঘটনায় ভুক্তভুগি বুজবুনিয়া এলাকার মোঃ মহরআলী মোল্লার পুত্র মোঃ কাবেদুল মোল্লা(৩২) থানায় ৪জনকে আসামী করে এজাহার দাখিল করেছে। উল্লেখ্য মমতাজ বেগমের সাথে একই এলাকার কাবেদুল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহ পরবর্তী তাদের ঘরে দু’টি পুত্র সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে তার স্ত্রী পরকিয়া করে পালিয়ে গিয়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পূর্বের স্বামীকে তালাকনামা পাঠিয়ে দেয়। মমতাজ তার প্রথম স্বামীর বাড়িতে হঠাৎ এসে মালামাল লুঠ করে ও বসত ঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে।