বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বোরহান উদ্দীনের পদত্যাগ দাবীতে বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধন করেন মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিভাবকরা। মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে বেলা বারটায় মানববন্ধনে অভিযোগ তুলে বলা হয়, অধ্যক্ষ বোরহান উদ্দীনকে নিয়োগ বাণিজ্যের টাকা ফেরত দিতে হবে, তিনি শিক্ষকদের জিম্মি করে টাইম স্কেলের টাকা থেকে অর্থ আদায় করেন, তিনি দলীয় সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ আদায় করেন। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন।