জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পার্শ্বেমারী তরুণ যুব সংঘের উদ্যোগে সোমবার বিকেলে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বটিয়াঘাটা উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম ফরিদ রানা। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি এনামুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা আতিয়ার রহমান বিশ্বাস, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা জেলা শাখার সদস্য অর্জুন সরকার বলাই, খুলনা জেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ মোঃ ইব্রাহীম, সুরখালি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শশাঙ্ক রায়, সাধারণ সম্পাদক মোঃ হামিম সরদার প্রমুখ। উদ্বোধনী খেলায় মৌখালী একাদশ ও বটিয়াঘাটা ফুটবল একাদশ অংশ নেয়।