জন্মভূমি রিপোর্ট : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদে চৌকিদার (মহল্লাদার) নিয়োগে অনিয়ম ও দূনির্তীর অভিযোগ উঠেছে। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চলতি মাসের ৫ তারিখ লিখিত অভিযোগ দাখিল করেছেন বুনারাবাদ গ্রামের শেখ ওয়াহিদুজ্জামান। আভিযোগ সুত্রে জানা যায়, গত ৫ জুন ২০২২ইং তারিখের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ২ এর (ঘ) এর শর্ত অনুয়ায়ী ২০ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের কথা উল্লেখ রয়েছে। সেখানে নিয়োগ প্রাপ্ত ব্যক্তি উজ্জল বাছাড়, পিতা- ঠাকুর বাছাড়, গ্রাম-বুনারাবাদ, পোষ্ট- গরিয়ারডাঙ্গা, উপজেলা- বটিয়াঘাটা, খুলনার এর জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ২৭ জুলাই ১৯৮৭ইং উল্লেখ রয়েছে। যা সরকারী নিয়োগে উল্লেখিত ৩০ বছরের জায়গায় নিয়োগ প্রাপ্ত প্রার্থী উজ্জল বাছাড়ের বয়স ৩৪ বছর ১০ মাস ২৩ দিন পূর্ন হয়। সুচতুর উজ্ঝল বাছাড় নিজের প্রকৃত তথ্য গোপন করে কর্তৃপক্ষের সাথে প্রতারণার মাধ্যমে সুরখালী ইউনিয়ের বুনারাবাদ ৯নং ওয়ার্ডের চৌকিদার (মহল্লাদার) চাকুরীতে নিয়োগ পায়। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তেকয়েক জন জনান, উজ্জল বাছাড় এলাকার কয়েকজন প্রভাবশালীকে টাকা দিয়ে ম্যনেজ করে অবৈধ ভাবে চৌকিদার (মহল্লাদার) নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত উজ্জল বাছাড় মুঠোফোনে প্রতিবেদককে জানান, আপনি ভূল তথ্য পেয়েছেন। আমার কোন কাগজে কোন ভূল ত্রুটি নাই। ইউএন্ধসঢ়;ও দপ্তরে অভিযোগের বিষয়ে বলেন, শুনেছি অভিযোগ করা হয়েছে তিনি ডাকলে আমার সকল কাগজপত্র নিয়ে তার সাথে দেখা করব।