জন্মভূমি রিপোর্ট
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা গ্রামে এফসিডিআই প্রকল্পের কাজ বন্ধ করতে ফাঁকা গুলি ছুড়লেন দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার কায়েমখোলা হুলা গ্রামের স্বপন কুমার সরকারকে অস্ত্রের মুখে কাজ ছেড়ে দেওয়ার হুমকি দেয়। তেরখাদা উপজেলার উত্তর আজগড়া গ্রামের শংকর বালা (৪৮) পিতা: কালিপদ বালা খালটি খনন না করার জন্য কায়েমখোলায় এসে বাধা সৃষ্টি করে। তার সাথে খুলনা সিএমএম কোর্টের পেশকার শহীদুল ইসলাম, পিতা: মৃত শফিকুল ইসলাম, গ্রাম রাজাপুর, উপজেলা রূপসা উপস্থিত থেকে খালটি খনন না করা ও ডিসি অফিস থেকে এনওসি তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। স্বপন সরকার তাতে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শর্টগান সদৃশ্য অস্ত্র দিয়ে ফাঁকা গুলি করে মোটরসাইকেলযোগে তারা পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা জিডি হয়নি।
বটিয়াঘাটায় ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের পলায়ন
Leave a comment