বটিয়াঘাটা প্রেস ক্লাবের নব-নির্বাচিত পরিষদ সোমবার উপজেলার বিভিন্ন কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভ‚মি) রাশেদুজ্জামানসহ সকল দপ্তরের কর্মকর্তাগণ এসয় সাংবাদিকদের উন্নয়নমূলক সংবাদের জন্য ভ‚য়সী প্রশংসা করেন। কর্মকর্তারা বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় উন্নয়নমূলক কাজের দিক নির্দেশনা দেয়। এসময় তারা বটিয়াঘাটা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে উপজেলার উন্নয়নে প্রশাসনকে সহায়তা করার আহবান জানান।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম শাহীন, সহসভাপতি রতন কুমার সাহা, আসাদুজ্জামান উজ্জল, এ্যাডভোকেট মোস্তফা বেলাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সোহেল রানা, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক এসএম বজলুর রহমান, সাগঠনিক সম্পাদক বাকির হোসেন, আলামিন শিকদারসহ সাংবাদিক রেজাউল করিম, জহিরুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী প্রমুখ।