আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পাগলা কুকুরের উপদ্রবে পশু মালিকরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। কুকুর ঠেকানোয় প্রশাসন কোন কার্যক্রম গ্রহণ না করায় হতাশ এলাকার মানুষ।
বড়দল ইউনিয়নের মানুষ বছরের একটি দীর্ঘ সময় তাদের গরু–ছাগল–ভেড়া মাঠে চরিয়ে থাকে। দিনরাত মানুষের পশুগুলো বিলে চরে ঘাস খেয়ে বেঁচে থাকে। কিন্তু দীর্ঘ ৪/৫ মাস তারা পশু বিলে ছেড়ে নিরাপদ রাখতে পারছেনা। প্রতিদিন পাস¦বর্তী উপজেলা থেকে ব্রীজ পার হয়ে কিংবা ভরে যাওয়া কপোতাক্ষ নদে ভাটার সময় পানি শূন্য হয়ে গেলে পাগলা কুকুর নদ পার হয়ে বড়দল এলাকায় ঢুকে যায়। এসব কুকুর বিলে চরা গরুর বাছুর, ছাগল ও ভেড়া তাড়িয়ে ধরে কামড়ে মেরে ফেলে মাংস খেয়ে থাকে। শনিবার বুড়িয়া গ্রামেই ৪ জনের ছাগল কুকুরে কামড়ে মেরে মাংস খেয়েছে। ছাগলের মালিকরা হলেন, মহব্বত আলী, মোসলেম, সৌরভ ও আ: রাজ্জাক। এ পর্যন্ত ৩ শতাধিক ছাগল, ভেড়া ও গরুর বাছুর মেরে মাংস খেয়েছে কুকুররা।
উপজেলা প্রশাসন, প্রাণি সম্পদ দপ্তরসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এলাকার পশু মালিকরা দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানিয়েছেন।