তালা প্রতিনিধি : শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে আলতাপোল আজাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে বন্যার্ত মানুষের সাহায্যার্থে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আলতাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় হরি বেকহ্যামের তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব ২-০ গোলের ব্যবধানে যশোর জেলা ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের মোঃ সাব্বির হোসেন একাই ২ টি গোল করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ফেরদৌস এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মোঃ শওকত হোসেন ও মোঃ আব্দুর রাজ্জাক। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন। এ সময় বানভাসীদের জন্য দুই লক্ষাধিক টাকা সহায়তা করে এলাকাবাসী। এদিকে আজাদ স্পোর্টিং ক্লাবের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।