বিজ্ঞপ্তি : বয়ষ্ক মুসলিম নর-নারীদের শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজীদ শিক্ষার মক্তবের প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফয়লা, রামপাল, বাগেরহাটের ঐতিহ্যবাহী সোনাতুনিয়া মাদরাসা চত্বরে রোববার বেলা ১১টায় বটিয়াঘাটা, ফকিরহাট, মোংলা ও রামপাল এলাকার ৩২টি মক্তবের বার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হয়। মক্তবসমূহের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কাজী শওকাত হোসেন (ঠাণ্ডু কাজী), রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, মুফতি মাওলানা আব্দুল আজিজ এবং কাজী হাসান মেহেদী।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সভাপতি কাজী দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সরদার আবু তাহের, কাজী আসাফুজ্জামান বাবুল, আফসারা তাসনিয়া হিমি, হাফেজ মাওলানা মোহাম্মাদ উল্লাহ, কাজী বদরুজ্জামান বাটুল, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফুরফুরা শরীফের খলিফা মাওলানা আবুল হোসেন।