এইচএম আখতারুজ্জামান বাচ্চু, বরিশাল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির নেতা ও নেত্রীকে মারধরের ঘটনায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারনসহ প্রায় তিনশত নেতাকর্মীর নামে গত মঙ্গলবার (১ অক্টোবর) বরিশাল কোতয়ালি মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ফারজানা খান রোজি বাদী হয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক এবং সাবেক মেয়র সেরনিয়াবাত সাবিক আব্দুল্লাহসহ ২৬ জন নামধারী এবং ৬০ জন অজ্ঞাত পরিচয় আসামী করা হয়। মামলায় আসামীদের বিরুদ্ধে মারধর শ্লীলতাহানি, চুরি, খুন জখমের হুমকীসহ বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে। বাদী আরও অভিযোগ করেন, কালো পতাকা দিবস পালন করতে সদর রোড গেলে আসামীরা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে গুলি চোরে ও বোমা নিক্ষেপ করেন। এসময় নামধারীসহ অজ্ঞাত পরিচয় আসামীরা বাদীকে আচকে ধারধর, শ্লীলতাহানি, চুরি ও খুন জখমের হুমকি দিয়েছেন। অপর মামলার বাদী হলেন বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মিন্টু। তিনি তার মামলায় উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করতে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আসেন। তখন আওয়ামী লীগের নামধারী ৩৮ জনসহ অজ্ঞাতনামা ২ শতাধিক নেতা-কর্মী হামলা করে। তারা গুলি করে জখম করাসহ খুন জখমের হুমকী দিয়েছেন।
বরিশালের সাবেক মেয়রসহ আ’ লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
Leave a comment