এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশন দফতরে হামলার প্রতিবাদে গতকাল বুধবার মধ্য রাতে বিক্ষোভ মিছিল করেছেন।
শিক্ষার্থী সূত্রে জানাযায়, ভারতের আগরতলার ত্রিপুরার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন দফতরে হামলা ও ভাঙচুর হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এসময় বরিশাল-পটুয়াখালী-ভোলা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা মুর্হুমুহু শ্লোগান দেন, গোলামী না আজাদী, আজাদী আজাদী; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; খারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ; হাইকমিশনে / আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; আমরা কি চাই, আজাদী আজাদী; একশন একশন, ডাইরেক্ট একশন, ডারেক্ট একশন ইত্যাদি শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা জানান, ভারত পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে কুটনীতিক সর্ম্পক থাকবে কিন্তু রাজা-প্রজার সর্ম্পক হতে পারে না। ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার জন্য অবশ্যই ভারতকে ক্ষমা চাইতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল
Leave a comment