জন্মভূমি রিপোর্ট
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে তা অক্ষুন্ন রাখতে হবে। বর্তমান সরকার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, দেশে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব আনন্দমূখর পরিবেশে উদযাপিত হয়। এ বছরও যাতে সুন্দরভাবে এ উৎসব পালিত হয় সেজন্য সকল সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। সিটি মেয়র মঙ্গলবার বিকেলে নগরীর শীতলা বাড়ি মন্দির প্রাঙ্গণে সদর থানা এলাকার আওতাধীন মন্দিরসমূহে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সংরক্ষিত কাউন্সিলর মাজেদা খাতুন, প্রশান্ত কুমার কুন্ডু, শ্যামা প্রসাদ কর্মকার, বিজয় কুমার ঘোষ, ফেরদৌস হোসেন লাবুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র সদর থানা এলাকার ২৫টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
এর আগে মেয়র খালেক রূপসা মহাশ্মশান ও শ্মশান কালি মন্দির প্রাঙ্গণে ‘‘হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা, ভ‚মি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৯ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। মেয়র প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
ট্রাস্টের জেলার কনসালট্যান্ট ময়না ব্যাণার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, এড. বিধান চন্দ্র দাস, সুরেশ চক্রবর্তী, বিজয় কুমার ঘোষ ও ক রতন কুমার নাথ। অন্যান্যের মধ্যে এ্যাড. শেখ মো: ফারুক হোসেন, মো: শিহাব উদ্দিন, পুরোহিত বিষ্ণুপদ চক্রবর্তী, কালীদাস ব্যাণার্জী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ২৯নং ওয়ার্ড কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ ও মন্দিরে অনুদান প্রদান করেন। কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম-এর উদ্যোগে এ বস্ত্র ও অনুদান প্রদান করা হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার সামাজিক সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ : সিটি মেয়র
Leave a comment