ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয় বরং দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। বয়স্ক, বিধবা, গর্ভকালীণ ভাতা, যুব ও কৃষি ঋণসহ নানাবিধ সামাজিক নিরাপত্তা বেষ্টনী দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছাপ রেখে চলেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের শাসনামলে দেশে সদ্য সমাপ্ত ও চলমান মেগা প্রকল্পের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ার মতো। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আওয়ামীলীগ তথা নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। গতকাল বৃহঃস্পতিবার বেলা ১১ টায় ফুলতলা উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে উপজেলার নানাবিধ প্রকল্পের মাধ্যমে উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামীলীগ সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম ও সরদার মনিরুল ইসলাম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।
বাংলাদেশ আজ আর তলাবিহীন ঝুড়ি নয়, সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল : এমপি নারায়ণ চন্দ্র
Leave a comment