যশোর অফিস : বুধবার বিকেলে শহরের যশোর টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে জেলা কৃষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. এস এম এ সবুর। বিশেষ অতিথি ছিলেন কমিটির সহ-সম্পাদক আবিদ হোসেন, এড. আমিরুল ইসলাম হিরু, এড. আবুল হোসেনসহ প্রমুখ। উক্ত সম্মেলনে বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলার নতুন কমিটির সভাপতি হিসেবে মো: আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক হিসেবে মফিজুর রহমান নান্নুকে নির্বাচিত করা হয়।