যশোর অফিস
শনিবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উপর এক মাঠ দিবস যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বলরামপুর মাঠে অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসটিতে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনা ও মূল্যায়ন কর্মকর্তা ডক্টর অপূর্ব কান্তি চৌধুরী।অনুষ্টানে শুভেচ্ছাও স্বাগত বক্তৃতা রাখেন, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ কাওছার উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট গাজীপুরের মহাপরিচালক ডক্টর দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন,মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মাজহারুল আনোয়ার, ডঃ মোঃ হারুনর রশিদ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনজুরুল হক, বাঘারপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুহুল আমিন, বাঘারপাড়া পাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কৃষকদের মধ্যে বক্তৃতা রাখেন মোঃ জালাল উদ্দিন মোঃ ইমামুল মোল্লা শহর আলী ,প্রমুখ।
মাঠ দিবস অনুষ্ঠানটি যশোরের বাঘারপাড়া দরাজহাটে ইউনিয়নের বলরামপুর গ্রামের বিভিন্ন কৃষকদের নিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি ও অন্যান্য কর্মকর্তারা এলাকার কৃষি উন্নয়নের উপরে বিভিন্ন স্তরের কৃষকদের সাথে তাদের মূল্যায়ন ও গুরুত্বপূর্ণ বক্তৃতায় বলেন, এলাকার কয়েক শত কৃষক এই মাট দিবস অনুষ্ঠানে সমবেত হয়েছে।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর সার্বিক অনুষ্ঠানটি আয়োজন ও কৃষকদের কৃষি গবেষণার উপর ব্যাপক তদারকি করেন।