দিঘলিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সারাদেশে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিলো। তারা জনতার আক্রোশে দেশ ছেড়ে পালীয়ে যাওয়ায় সাংবাদিকরা এখন স্বাধীন । সময় এসেছে দেশ সেবার কাজে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে তাদের মত প্রকাশ করে দেশকে এগিয়ে নিতে হবে। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি গত ১৯ নভেম্বর ২৪ মঙ্গলবার দিঘলিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজিত এ মতবিনিময় সভায় দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর , সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। উপস্থিত ছিলেন,
নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃরানা মোল্লা, এস এম শামীম, মোঃ হাবিবুর রহমান মল্লিক, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল প্রমূখ।
বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের নিরপেক্ষ কাজ করতে হবে: আজিজুল বারী হেলাল
Leave a comment