বাগেরহাট অফিস : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি)‘র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে বাগেরহাট শহরের অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন আইডিবি নেতৃবৃন্ধ।
আলোচনা সভায় বক্তব্য দেন, আইডিবি, বাগেরহাট জেলা শাখার সভাপতি প্রকৌশলী খন্দকার আব্দুস সালাম, সহ সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রহমান, সাধারন সম্পাদক মতিউর রহমান, শেখ মোঃ তানজির হোসেন, কাউন্সিলর সনত কুমার সাহা, প্রান্ত রাহা, শাহজাহান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র্যালি ও আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।