বাগেরহাট অফিস : বাগেরহাটে মূল্য তালিকা না থাকা, ফিজিসিয়ান স্যাম্পলসহ অধিক মূল্যে ঔষধ বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় ও সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বাগেরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ফিজিসিয়ান স্যাম্পলসহ অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানগুলো পুনরায় অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময়ে অভিযানের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।