বাগেরহাট অফিস
দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা বিএনপি দলিয় কার্যালয়ে (থানার মোড়ে) জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার ওহিদুল ইসলাম পল্টু, হাজরা আসাদুল ইসলাম পান্না, আবুল কালাম আজাদ বুলু, আসাফুদ্দৌলা জুয়েল, গোলাম রসূল তরফদার নেওয়াজ, দুলাল ফরাজী, শেখ জিল্লুর রহমান নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই, তারা বিরোধী দমনে গুম খুনে ব্যস্ত। দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি অসহনীয় পর্যায়ে চলে গেছে। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বর্তমান সরকার প্রধানকে দ্রæত পদত্যাগের আহ্বান জানান।
বাগেরহাটে বিএনপির প্রতিবাদ সভা
Leave a comment