বাগেরহাট অফিস
বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার আর কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। তিনি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা বলেছেন, ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবার পর টুকুকে সরকারিভাবে জেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করা হবে।
অন্য কোন দল অংশ না নেয়ায় সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আওয়ামী লীগ দলীয় একাধিক প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৯টি সাধারণ সদস্য পদে বিপোরিতে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ফকিরহাট উপজেলা আসনে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনের প্রার্থী ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হচ্ছেন। এছাড়া জেলা পরিষদের ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন করে সর্বমোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো: জালাল উদ্দিন জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের সময়, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন।