বাগেরহাট অফিস : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। সোমবার দুপুরে হাবিবুন নাহার তালুকদার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল জলিল, আব্দুল হাদিউজ্জামান, মোঃ সুজন, রাকিবুল ইসলাম রাজ, লিটু দাস, খান জাহাঙ্গীর হোসেন মিঠু, আরাফাত মীর প্রমুখ।
এদিকে, বাগেরহাট-২ আসন থেকে জাকের পার্টির প্রার্থী মনোয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা সভাপতি খান আরিফুল ইসলাম। বাগেরহাট-২ আসন থেকে জাকির পার্টির প্রার্থী মনোয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা সাংগঠনিক সম্পাদক শেখ গোলাম ফারুক চান। বাগেরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চিত্র নায়ক শাকিল আহসান, মিস্টার মেনোওয়েল সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বাগেরহাট-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম,আর জামিল হোসাইন ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
জেলা রিটানিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।