বাগেরহাট অফিস : বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার জেলা আওয়ামীলগি কার্যালয়ে জেলা সভাপতি ও সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যা ন সরদার নাসির উদ্দি ন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর জায়েসি আশরাফি জেমস এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ঐতিহ্যবাহী সংগঠনের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট ২ আসে নর সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু,সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,জেলা আওয়ামীলীগনেতা এ্যাড: শাহ ই আলম বাচ্চু,এ্যাড: ফরিদ উদ্দিন আহম্মেদ,সরদার সেলিম আহম্মেদ,খান হাবিবুর রহমান,সরদার ফকরুল আলম সাহেব,মীর ফজলে সাঈদ ডাবলু,নকিব নজিবুল হক নজু,বাবু অম্বরীশ রায়,আ: বাকী তালুকদার,মাহামুদ হাসান,পৌর সভাপতি শেখ বশিরুল ইসলাম,সম্পাদক ইবনে মিজান হিরু,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু,আবুল হাশেম শিপন,মো: মনি মল্লিক ,যুবলীগনেতা শাহনেওয়াজ মোল্লা দোলন,মো: ফারুক তালুকদার,বাবু লিটন সরকার প্রমুখ।জমসসহ সকল জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় খুলনার আওয়ামীলীগের ঐতিহাসিক জনসভা সমাবেশ সফল করার লক্ষে বিভি ন্ ন সিদ্বান্ত গৃহিত হয়।সভায় শেখ সারহান নাসের তন্ময় সকল নেতাকর্মিদের তৃর্নমুল পর্যায়ে সংগঠ নকে শক্তিশালী করার জন্য আহববান জানান।
সভায় বাগেরহাট সদর ও কচুয়ার ১৭ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাগেরহাটে যুবলীগের বার্ষিকী পালিত
Leave a comment