জন্মভূমি ডেস্ক : বাগেরহাটে ৫’শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে সদর থানা পুলিশ পৌরসভাধীন হাড়িখালী পশ্চিমপাড়া থেকে তাদের আটক করে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরা হল কুষ্টিয়া জেলার দহখোলা গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে শেখ ফরিদ(২৫), এবং আব্দুস সালাম শেখের মেয়ে নওশীন পুরবী ডালিয়া(৩০)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তৌহিদুল আরিফ এর নির্দেশে অভিযান চালানো হয়। এসময় ফরিদের নিকট থেকে ৩’শ পিস এবং ডালিয়ার নিকট থেকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটে ৫’শ ইয়াবাসহ দুইজন আটক
Leave a comment