বাগেরহাট অফিস : বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সদর উপজেলার বারইপাড়া ও আড়পাড়া বাজারে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশে খাবার পানি প্রক্রিয়া করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় মোট ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে ওই এলাকার অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।