
বাগেরহাট প্রতিনিধি : ব্যাংকিং লেনদেন এবার গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে এসেছে জনতা ব্যাংক। বিশ্ব মানের ইন্টারনেট ভিত্তিক কোর ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে জনতা ব্যাংক চালু করেছে মোবাইল অ্যাপ ই জনতা,এই অ্যাপটি সেবাসহজিকরনের মাধ্যমে ইতি মধ্যে গ্রাহক সন্তুস্টি অর্জন করেছে।এই ই জনতার মাধ্যমে গ্রাহক ঘরে বসে নিজ অ্যাকাউন্টের টাকা জনতা ব্যাংক বা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রেরন করতে পারেন। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে এবং গ্রাহক সন্তুস্টিকে সর্বচ্চ গুরুত্ব দিয়ে দেশ ও জনগনের পাশে থেকে অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে জনতা ব্যাংক । গতকাল বৃহস্পতিবার (১১,০৭,২৪) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ট কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যেগে জনতা ব্যাংক রেল রোড পিএলসি শাখার আয়োজনে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জনতা ব্যাংক পিএলসি শাখার ডিজি এম মফিজুল ইসলাম একথা বলেন।রেল রোড পিএলসি শাখার ম্যানেজার ধ্রব রায় এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,এ জিএম এস এম এ সোবহান,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও রেলওয়ে জামে মসজিদ এর সাধারন সম্পাদক মোল্লা আব্দুর রব। অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন,জনতা ব্যাংক কর্মকর্তা হাওলাদার আলী আহম্মেদ,মো: ইলিয়াছ হোসেন,আলা উদ্দিন আল আজাদ,নিউটন জোদ্বার,টুটুল লস্কর,তন্ময় বাওয়ালী,অরুপ মহালদার,সাদিয়া বিনতে আনোয়ার,হাসনা আরজুমান,সোহেল খলিফা প্রমুখ। সভায় বক্তারা ব্যাংকের বর্তমান ডিজিটাল পদ্বত্তির সকল সেবা সমুহ গ্রাহকদের মাঝে তুলে ধরেন।