জন্মভূমি রিপোর্ট : বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে ১৪৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃিতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ ফেব্রুয়ারি বিকেলে প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ। এসময় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের খুলনা অঞ্চল এর পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এদিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন অতিথিগণ।
পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Leave a comment