বিজ্ঞপ্তি : গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিক হত্যার বিচার এবং নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টায় এক বিক্ষোভ মিছিল নগরীর পিকচার প্যালেস মোড় থেকে শুরু করে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগর সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, মোজাম্মেল হক খান, জনার্দন দত্ত নাণ্টু, এইচ এম শাহাদাৎ, কোহিনুর আক্তার কণা, আব্দুল করিম, ডাঃ সমরেশ রায়, মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, এড. নিত্যানন্দ ঢালী প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের কোথায়ও এত কম বেতন নেই, যা অত্যন্ত লজ্জাজনক। তারা ন্যূনতম ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আর তখনই নিরীহ শ্রমিক উপরে মালিকদের ভাড়াটিয়া গুণ্ডা ও পুলিশী নির্যাতনে ২ দুইজন শ্রমিক মারা যায়। এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার ও শ্রমিকদের ন্যূনতম বেতন প্রদানের দাবি জানান। বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে বাজারে ক্রমবর্ধনা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন উর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা তখনই নতুন করে আবারও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য রোধ এবং বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে মন্ত্রীসভা পদত্যাগ করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনাপূর্বক নির্দলীয় নিরপেক্ষ তদারকী সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের দাবী জানান।