জন্মভূমি ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র শহর বারানসির নির্বাচনি আসনে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। দেড় লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। আজ মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
ফরাসি গণমাধ্যমটি বলছে, নির্বাচন কমিশন জানিয়েছে, নরেন্দ্র মোদি পেয়েছেন ছয় লাখ ১২ হাজার ৯৭০ ভোট। মোদি তার ছয়জন প্রতিদ্বন্দ্বির চেয়ে এক লাখ ৫২ হাজার ভোট বেশি পেয়েছেন।
এদিকে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে এই জোট। আজ সন্ধ্যা ৬টায় জানানো হয়, ভারতের মোট ৫৪৩ আসনের মধ্যে এনডিএ (বিজেপি) ২৯৪, ইন্ডিয়া (কংগ্রেস) ২৩১ এবং অন্যান্য দল ১৯ আসনে এগিয়ে আছে।