জন্মভূমি ডেস্ক : সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারের পর, সরকার সমর্থিত ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে আলোচনায় উঠে এসেছে, বিএনপি ও ছাত্রদের মধ্যে দূরত্বের কারণে একটি রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ধরনের দূরত্ব সৃষ্টি হওয়া দেশের জন্য ভালো নয় এবং সেটি দ্রুত দূর করার জন্য ঐক্য গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, বিএনপি এবং ছাত্রনেতাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকা কাম্য নয়। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের দূরত্ব দেশের শত্রুদের শক্তিশালী করতে পারে। তিনি আরও বলেন, এই ধরনের পরিস্থিতি আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সমর্থকদের আরো উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে, যা সাম্প্রতিক সময়ে কিছুটা প্রমাণিত হয়েছে। আসিফ নজরুল বলেন, গত দু’দিন ধরে ফেসবুকে ড. মুহাম্মদ ইউনূস, ছাত্রনেতা এবং উপদেষ্টাদের পলায়ন সম্পর্কিত নানা গুজব ছড়িয়ে পড়েছিল। এসব গুজবের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে বলে খবর এসেছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে কিছু লোক তার কাছে ফোন করেছেন, জানতে চেয়েছেন আসলে কী ঘটছে।
তিনি তার পোস্টে আরও বলেন, তিনি যতোটা জানেন এবং বিশ্বাস করেন— বিএনপি কোনো ষড়যন্ত্রে জড়িত নয় এবং তারা ১/১১ ধরনের কিছু করতে চাচ্ছে না, ছাত্রনেতারা সরকারের অংশ হিসেবে কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে না বা এতে যোগ দিচ্ছে না, জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং ছাত্রনেতারা গণঅভ্যুত্থানের শক্তির মতামত সঠিকভাবে প্রতিফলিত করার জন্য চেষ্টা করছেন এবং বিএনপি এবং ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার ব্যাপারে আগ্রহী, তবে সেটি আলোচনা সাপেক্ষে। এর অর্থ হলো, বিরোধের কোনো কারণ নেই, বরং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আসিফ নজরুল আরও বলেন, গণহত্যায় জড়িতদের হাতে রয়েছে লুটপাট করা বিপুল পরিমাণ টাকা, অনেক সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। তাদের বিরুদ্ধে যদি কিছু করতে হয়, তবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, তবে তা যেন দেশের শত্রুদের জন্য উৎসাহের কারণ না হয়।
শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, কারণ তিনি বিশ্বাস করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই।
বিএনপি-ছাত্রনেতাদের কথার লড়াই, এবার মুখ খুললেন আসিফ নজরুল

Leave a comment