যশোর প্রতিনিধি : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৪৬তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর কবি দীনেশ মণ্ডল, কবি ড. শাহনাজ পারভীন, কবি আমির হোসেন মিলন।
সংগঠনের সহসাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজলের উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসভাপতি নূরজাহান আরা নীতি, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, এএফ মোমিন যশোরী,অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মন, আহমেদ মাহবুব ফারুক, কাজী নূর, সঞ্জয় নন্দী, সাধন কুমার দাস, জাকির হোসেন, শরীফ হোসেন ধীমান, সানজিদা ফেরদৌসী, মিঠুন রায়, মো. নজরুল ইসলাম।
বিএসপির মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

Leave a comment