জন্মভূমি ডেস্ক : ২০১৬ সালের ৯ অক্টোবর মংডুতে অবস্থিত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদর দপ্তরে হামলার অন্যতম পরিকল্পনাকারী ও হামলাকারী মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২ সেপ্টেম্বর) উখিয়ার কুতুপালং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।